সর্বশেষ নোটিশ
আমাদের কথা
সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়।
সংক্ষিপ্ত ইতিহাস
বিদ্যালয়ের নামঃ সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠাতাঃ ইংরেজ রেল কর্মকর্তা উইলিয়াম জন হার্ভে। নামকরণঃ যে কোন প্রতিষ্ঠানের নামকরণের পেছনে থাকে সে অঞ্চলের সমাজ, ব্যক্তি ও পরিবেশ। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। এই অঞ্চলের মানুষের বিশেষ করে নারীদের ক্ষেত্রে কোন কু-সংস্কার ও পশ্চাৎপদতা দেখে যে ব্যক্তিটি অত্র এলাকার নারীদের মধ্যে জ্ঞানের মশাল জ্বালিয়ে আলোকিত সমাজ গড়তে সাহায্য করেন তিনি হলেন ইংরেজ রেল কর্মকর্তা জন উইলিয়াম হার্ভে। তাই এই শিক্ষানুরাগি ব্যক্তির নামের শেষ অংশজুরে নামকরণ করা হয়েছে হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।। অবস্থাঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার বেলওয়ে জংশনের উপকণ্ঠে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি বগুড়া জেলা ও নওগাঁ জেলা সীমানা ঘেষে প্রতিষ্ঠিত। | ১৯৩০ সালের তৎকালীন রেলওয়ে জনৈক কর্মকর্তা জনাব জন উইলিয়াম হার্ভে রেল কর্মচারীদের নিয়েও এলাকার বিহারী মুসলিম নারী শিক্ষা বিস্তারের জন্য প্রথম প্রাথমিক বিদ্যালয় হিসেবে রেল ভূমিতে ১.৭৩ একর জমিতে হার্ভে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। পরবর্তীতে ১৯৩৭ সালে এটিকে আপার প্রাইমারি হিসেবে উন্নীত করেন। একই বছর জনৈক রেল কর্মকর্তা জনাব হর নারায়ণ সাহগেল একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করেন। কালের পরিক্রমায় ১৯৬২ সালে প্রথম প্রবেশিকা পরীক্ষা ঢাকা বাের্ডের অধীনে অনুষ্ঠিত হয়। ১৯৫৮ সালে জনাব হােসনে আরা নামক একজন সম্ভ্রান্ত মহিলা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দায়িত্ব পালন করে। ব্রিটিশ রেল কর্মকর্তাদের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা লাভ করে এলাকার জন মানুষের আশা আস্কাকা পূরণে কাঙ্ক্ষিত সফলতার এক পর্যায়ে ১৯৮৮ সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপ্রতি লে. জে. হােসাইন মােহাম্মদ এরশাদ নারী শিক্ষা বিস্তারের এই প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে বিদ্যালয়টি আরাে একধাপ এগিয়ে দেন। তখন থেকে বিদ্যালয়টি এই অঞ্চলের নারী শিক্ষা বিস্তারের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেন। বিদ্যালয়টিকে ঘিরে জন মানুষের প্রত্যাশা অনেক। তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে বিদ্যালয় সকল শ্রেণীর কর্মচারী যেমন প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক/শিক্ষিকা, চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বিদ্যালয়টিতে বিসিসি কর্তৃক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান পাচ্ছে। সহজেই দেশ বিদেশের নানা জিনিসের সঙ্গে পরিচিতি হতে পারছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
সুষ্ঠু পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদান করে দক্ষ জনশক্তি গড়ে তোলা।